/anm-bengali/media/media_files/2025/08/03/screenshot-2025-08-03-131-pm-2025-08-03-13-15-48.png)
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে ঝাড়গ্রাম জেলায় তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী। সফরকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে চূড়ান্ত প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দল ঘুরে দেখেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থল।
সূত্রের খবর, সফরের দিন বিকেলে মুখ্যমন্ত্রী একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন। বাংলা ভাষার উপর 'বহিরাগত' শক্তির আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই মিছিলে থাকছে মুখ্যমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ। ওইদিনই তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। রাতে ঝাড়গ্রামেই রাত্রিযাপন করবেন তিনি।
/anm-bengali/media/post_attachments/7e035cca-685.png)
এরপর ৭ আগস্ট মুখ্যমন্ত্রী যোগ দেবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিতরণ করা হবে জাতিগত শংসাপত্র, ‘মেধাশ্রী’ ও ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ, সাইকেল সহ একাধিক জনকল্যাণমূলক পরিষেবা। চার দিনব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ থাকবে প্রতিদিনের আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনা, যেখানে অংশ নেবে পাঁচ থেকে ছয়টি সাংস্কৃতিক দল। শনিবার শহরে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে সফর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও, এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু।
জেলাশাসক সুনীল আগারওয়াল জানান, “প্রত্যেকবারের মতো এবারও মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবসে অংশ নিচ্ছেন। চার দিনের এই উৎসবকে ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সমস্ত দিক নজরে রেখেই চলছে প্রস্তুতি।” সফরকে কেন্দ্র করে শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ ও উদ্দীপনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us