New Update
/anm-bengali/media/media_files/1000069632.jpg)
নিজস্ব সংবাদদাতা: বোলপুরে প্রশাসনিক সভা শেষে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি "বাঙালি বিরোধী" বিষয়কে সামনে রেখে বলেন, "আমি কোনও বিভাজন চাই না। কখনও কোনও হিন্দিভাষীকে বাংলা ছাড়তে বলিনি। আমরা সবাইকে আশ্রয় দিই, তোমরা কেন পারো না? দিল্লিতে বাঙালি কলোনিতে গিয়ে রাজ্য ছাড়তে বলেছে। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের পরিবারকে থানায় হেনস্থা। যাকে তাকে রোহিঙ্গা বলছে, পুশব্যাক করছে বাংলাদেশে। সব বৈধ নথি থাকা সত্ত্বেও অত্যাচার। আবু ধাবি, সৌদি আরবে গিয়ে জড়িয়ে ধরেন। তখন তো হিন্দু-মুসলমান দেখেন না। বিরাট বড় গেম প্ল্যান আছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ixJnYDJlYhgnvj1hVbnf.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us