BIG NEWS: কলকাতা ছাড়ছেন মমতা!

ভোট আসছে। আজই কলকাতা ছাড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর রয়েছে তাঁর।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata banerjee.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ রবিবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এবং মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে নামবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের ১ নম্বর ব্লকের প্রাণনাথ হাইস্কুলের মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। সোমবার সকাল ১১ টা থেকে সভা শুরু হওয়ার কথা রয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতেও জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তিনি। 

পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে নিজেই ময়দানে নেমে হাল-হকিকত দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মানুষ যাতে পঞ্চায়েত ভোটে তৃণমূলকেই ভোট দেয় তা নিয়ে কোন কসুর রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে সদ্য শেষ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা।