অজিত মাইতিকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা জানান,অজিতের মন্তব্যে খারাপ লেগেছে তারও। তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে অজিতের মন্তব্য তৃণমূলের মন্তব্য নয়। দায় বক্তার।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
mamata ajit

অজিত মাইতি - মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : কুড়মি আন্দোলনকে জড়িয়ে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বয়ং তৃণমূল নেত্রী-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একদিকে যেমন অজিতের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, অন্যদিকে, অজিতের মন্তব্য বিকৃত করা হয়েছে বলে বিজেপিকে নিশানা করেছেন তিনি। মমতা জানান,অজিতের মন্তব্যে খারাপ লেগেছে তারও। তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে অজিতের মন্তব্য তৃণমূলের মন্তব্য নয়। দায় বক্তার।

মুখ্যমন্ত্রীর কথায়, “ অজিত মাইতি যেটা বলেছে সেটা নিয়ে আমার‌ও খুব খারাপ লেগেছে। আমি ওকে ফোন করেছিলাম। আমি আদিবাসীদের খুব ভালোবাসি। ওরা আমাদের ভাই-বোন। আমি মাহাতো-কুড়মি ভাইদেরও ভালোবাসি। তাদের দাবি মতো আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠিও লিখেছি। অজিত মাইতি যদি কিছু বলে থাকেন বা তার বক্তব্য বিকৃত করে থাকে বিজেপি, আমি বলবো ওই বক্তব্যটা আমাদের বক্তব্য নয়। আমরা কুড়মিদের যথাযোগ্য সম্মান করি।”