New Update
/anm-bengali/media/media_files/6y1gkoAezUa5OnUo4vsI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বরাবর তিনি জননেত্রী থেকেছেন। তাই বারবারই ফিরে যান জনতার দরবারে। এমনকী নিজের দলের কারও ভুলত্রুটির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ক্ষমাপ্রার্থনা করতেও দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেও ফের প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রথম জনসভা থেকে তিনি বললেন, 'আমাদের কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না যেন। কেউ দুষ্টুমি করলে করলে দুটো চড় মারুন। এই অধিকার আছে আপনাদের'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us