নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, 'ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব।' এদিন হুগলির চুঁচুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, "বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওই দুটো আমাদের সঙ্গে নেই। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনওদিন অসুবিধা না হয়।"