সোমনাথের হাতে শুরু উৎসবে বিশেষ সম্মান পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

২৫ মার্চ থেকে শুরু হতে চলেছে গীতাঞ্জলি উৎসব ৷ এই উৎসবে মুখ্যমন্ত্রীকে 'শান্তিনিকেতন সম্মাননা' দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

author-image
Jaita Chowdhury
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: প্রথম 'শান্তিনিকেতন সম্মাননা' পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ আয়োজিত গীতাঞ্জলি উৎসবে তাঁকে এই সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

shantiniketan dol kl.jpg

অতীতে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এই উৎসবের শুরু করেছিলেন। কিন্তু তখন 'শান্তিনিকেতন সম্মাননা' দেওয়া হত না। এবার থেকে এই বিশেষ সম্মান দেওয়া হবে। এই দু'জনের মধ্যে আরও একটি বিশেষ যোগ আছে। 1984 সালে প্রথমবার সোমনাথকে হারিয়েই লোকসভার সদস্য হয়েছিলেন মমতা।