New Update
/anm-bengali/media/media_files/XspBdwMcqN5gRWrq6pK4.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রথম 'শান্তিনিকেতন সম্মাননা' পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ আয়োজিত গীতাঞ্জলি উৎসবে তাঁকে এই সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷
/anm-bengali/media/media_files/XrgSbeqGRVwLd5MPK9qm.jpg)
অতীতে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এই উৎসবের শুরু করেছিলেন। কিন্তু তখন 'শান্তিনিকেতন সম্মাননা' দেওয়া হত না। এবার থেকে এই বিশেষ সম্মান দেওয়া হবে। এই দু'জনের মধ্যে আরও একটি বিশেষ যোগ আছে। 1984 সালে প্রথমবার সোমনাথকে হারিয়েই লোকসভার সদস্য হয়েছিলেন মমতা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us