/anm-bengali/media/media_files/ixJnYDJlYhgnvj1hVbnf.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিশ্ব আদিবাসী দিবস ২০২৫ উদ্যাপন করতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রকে করলেন নিশানা।
মুখ্যমন্ত্রী বলেন, "যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন বাংলাদেশে পাঠাবে? এখানকার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য প্রাণ দিল আর তাদের বলে দিচ্ছ তোমরা বিদেশী? না জেনে ফর্ম ফিল আপ করবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে। সবাইকে ভোটার তালিকায় নাম তুলতে হবে। যারা আইন করছে তাদের বৈধ কাগজ আছে তো? অপদার্থ বলছে বাংলা ভাষা বলে নাকি ভাষাই নেই। ভোটার তালিকা আর ভাষার সম্মান ছাড়বেন না। প্রত্যেকটা মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান। অথচ বাংলা ভাষা আছে বলেই মানছে না। সব দেবেন নিজের ভাষা দেবেন না। সব দেবেন নিজের সম্মান দেবেন না। ইন্দো-বাংলা যুদ্ধের পর যারা এসেছে তারাও তো ভারতীয়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আপত্তি নেই। দেশের নাগরিকদের বাংলাদেশী বলবে কেন? এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি। এই জিনিস বরদাস্ত করব না"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UU0byjsThURh1CJzXswV.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us