New Update
/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের অশান্তি নিয়ে তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশন। সেই উদ্দেশ্যে আজ সকালে কলকাতা থেকে মালদার বৈষ্ণবনগরের উদ্দেশে রওনা দিয়েছেন কমিশনের সদস্যরা। সূত্রের খবর, কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছবেন মালদায়। তাঁদের সঙ্গে রয়েছেন চার সদস্যের একটি আইনি পরামর্শদাতা দলও।
স্থানীয় মহিলাদের সুরক্ষা, আশ্রয় ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি, প্রয়োজন হলে আইনি সহায়তাও দেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া অশান্তির জেরে অনেকেই ঘরছাড়া হয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে কমিশনের প্রতিনিধিদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us