/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-14-32-52.jpeg)
রাহুল তিওয়ারি, আসানসোল: গতকাল রাত থেকে অবরুদ্ধ হয়ে আছে আসানসোল-চিত্তরঞ্জন প্রধান সড়ক। অবরোধ চলছে সালানপুর ব্লকের দেন্দুয়া মোড়ে। গতকাল দেন্দুয়া ইসিএল হাসপাতাল সংলগ্ন এলাকায় দেন্দুয়া-কল্যাণেশ্বরী রাস্তার উপর মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় সালানপুরের বাসিন্দা দীর্ঘদিনের এলআইসি এজেন্ট অশোক মাহাতোর। একটি মালবাহী ট্রাক তার পেটের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এরপরই স্থানীয় মানুষ প্রথমে দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোড অবরোধ করেন। পরে রাতেই সেই অবরোধ উঠে আসে আসানসোল-চিত্তরঞ্জন রোডের উপর দেন্দুয়া মোড়ে। সেই অবরোধ এখনও চলছে। পরিবারের দাবি, অবিলম্বে কমপক্ষে ২০ লক্ষ টাকা দিতে হবে এবং পরিবারের ২ জনকে ভালো চাকরি দিতে হবে। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রশাসনিক স্তরে কোনও উচ্চ আধিকারিকের দেখা তারা পাচ্ছেন না বলে অভিযোগ। ঘটনাস্থলে সালানপুর পুলিশের পদস্থ আধিকারিকেরা উপস্থিত আছেন। যদিও স্থানীয় মানুষজন এতটাই ক্ষুব্ধ হয়ে আছেন যে তারা বাস, ট্রাক সহ ছোট গাড়ি এমনকি বাইকও পারাপার করতে দিচ্ছেন না। তাদের দাবি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে মৃতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিতে ইতিবাচক পদক্ষেপ করা হোক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-14-33-10.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us