Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/01/17/16aMwEJgOPW9tsgvwMT2.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পুরী থেকে গ্রেফতার করা হল জাল আধার কার্ডের মূল পান্ডাকে। তৎপরতায় মূল পান্ডাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন রূপক মন্ডল সহ মোট ৫ জন। জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরিতে সমীরের সাগরেদ ছিলেন রূপক মন্ডল। রূপককে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে জানতে পারা গিয়েছে সুব্রত বিশ্বাস ও তমাল হালদার নাম। এবার সেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সমীরের তৈরি ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে বাস করছিল বাংলাদেশী নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মি দাস। এবার এই দুজনকেও গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। সবমিলিয়ে মোট ৫ জনকে বারাসাত আদালতে তোলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us