নিজস্ব সংবাদদাতাঃ মহা বিকাশ আঘাড়ির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে প্রশ্ন করা প্রসঙ্গে মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, "শরদ পাওয়ার সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে চান। কংগ্রেসে বিভিন্ন নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার ব্যানার রয়েছে। ওঁরা (মহা বিকাশ আঘাদি) কখনই উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরবে না।"
/anm-bengali/media/media_files/TeHznHmVFdqL6gwnSGfo.jpg)