New Update
/anm-bengali/media/media_files/2025/09/21/whatsapp-image-2025-09-21-at-2025-09-21-18-54-24.jpeg)
kolaghat
নিজস্ব সংবাদদাতা : আজ পিতৃপক্ষের অবসান,মাতৃপক্ষের সূচনা। মহালয়ার এই পুন্য দিনে সকাল থেকে বিভিন্ন নদী ঘাটে তর্পন করার ভিড় ছিল চোখে পড়ার মতো। আর ঠিক এমনই ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের, রূপনারায়ণ নদের একাধিক নদী ঘাটে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/k1Qr75qiqBD2Lqxv8eZN.jpg)
এদিন কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট, কালী মন্দির ঘাট, কাঠচড়া ঘাট, ও দেনানের কুম্ভেশ্বরী ঘাটে ভোর থেকেই অসংখ্য মানুষের ভিড় লেগেছিল তর্পণ করার উদ্দেশ্যে। তবে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us