/anm-bengali/media/media_files/2025/09/21/whatsapp-image-2025-09-21-at-2025-09-21-18-50-39.jpeg)
birbhum
নিজস্ব সংবাদদাতা : তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই, এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এসময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেও সবাই মনে করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই একপক্ষকাল, মানে ১৫ দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার-অনুষ্ঠান করেন হিন্দুরা। এসময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাঁদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাঁদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী, এইদিন দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/k1Qr75qiqBD2Lqxv8eZN.jpg)
প্রতিটি গঙ্গার ঘাটে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে আর সেইরকমই দৃশ্য নজরবন্দী হল বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে। আজ মহালয়া উপলক্ষ্যে বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us