মাধ্যমিকে অষ্টম অরিত্র সাঁতরা, কি বলছে নিজের ফলাফল নিয়ে?

তাঁর আনন্দে আনন্দিত গোটা পরিবারও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-02 at 16.33.22

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করেছে অরিত্র সাঁতরা। ঘাটাল মনসুকা লক্ষী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। অরিত্রর প্রাপ্ত নম্বর ৬৮৮। তাঁর সাফল্যের খবর জানাজানি হতেই উচ্ছ্বাসায় ভেসেছে গোটা এলাকা। তাঁর আনন্দে আনন্দিত গোটা পরিবারও।

অরিত্র পড়াশোনার ফাঁকে, গল্পের বই পড়তে, খেলা দেখতে ভালো বাসে। সায়েন্স নিয়ে পড়তে চায় সে, বড় হয়ে রিসার্চ করতে চায় অরিত্র। তাঁর কথায়, যতক্ষণ না পড়া হত ততক্ষন বই পড়তো অরিত্র। আর কি কি বললো সে আসুন শুনে নিই –