New Update
/anm-bengali/media/media_files/1bSPQUjqbRfa9Tnq24pW.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: কিশোরীকে অপহরণের অভিযোগ উঠল মধ্যমগ্রামের সিপিএম নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে মধ্যমগ্রামের দাপুটে সিপিএম নেতার ছেলে। নাম অয়নাভ বসু। সূত্রের খবর, অপকর্মে সহযোগিতা করার অভিযোগে অয়নাভর সঙ্গে গ্রেফতার হয়েছে রাহুল হালদার নামক আরও এক যুবক। পুলিশ সূত্রে খবর, অপহৃত কিশোরীর বাবার অভিযোগ পেয়ে বুধবার রাতে পুলিশের একটি টিম দার্জিলিংয়ের সিটংয়ে একটি হোটেলে অভিযান চালায়। আর সেখান থেকেই হাতেনাতে পাকড়াও হয় দুজন৷
/anm-bengali/media/media_files/kdH3dfoxrDLA5mwgvFFk.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us