Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/56czuqJgo6uLXTt9Ckeg.jpg)
মদন মিত্র
নিজস্ব সংবাদদাতা : পরণে সাদা ধুতি। গলায় সোনার চেন। তাতে ঝুলছে একটি ছোট্ট হার্ট, মানে ভালোবাসার চিহ্ন। আর সামনে রয়েছেন অসংখ্য দেব-দেবী। নেট দুনিয়ায় ঈশ্বর আরাধনার একটি ভিডিও পোস্ট করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যেখানে রামেন নাম জপ করতে শোনা যাচ্ছে তাকে। তার ঠাকুরের আসনে রয়েছে যেমন জগন্নাথ-বলরাম-সুভদ্রা, তেমনই রয়েছেন রাম ঠাকুরও। আবার মা ভবতারিণী তো রয়েইছেন সবসময় তার সঙ্গে। পুজোর মাঝেই দিলেন একটি দুঃসংবাদ। প্রয়াত হয়েছে কামারহাটির সক্রিয় তৃণমূল কর্মী স্বপন মণ্ডল। তাকে দাহ করেই বাড়িতে ফিরেছেন বিধায়ক।তারপরই মাতেন ঈশ্বর সেবায়। কোনো বিপদ হলে সরাসরি তাকে কিংবা স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের জানাতে বললেন। দিলেন সাহায্যের আশ্বাস। দেখে নিন মদন মিত্রের ঈশ্বর সেবার সেই ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us