নতুন অনুব্রত! কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা দিতে বললেন মদন মিত্র

ভোট এলেই নতুন নতুন কথা ভাইরাল হয় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের মুখে। এবার তিনি নেই। স্থান হয়েছে জেলে। তাঁর সেই অভাব পূরণ করলেন তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
MADAN 1.

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গুড় বাতাসা, চড়াম চড়াম এসব এতদিন শোনা যত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে। ভোট এলে তিনি ঠিক কী দাওয়াইয়ের কথা বলেন সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকত বাংলার মানুষ। কিন্তু সেই অনুব্রতই আজ তিহার জেলে বন্দি। ভোট বাজারে অনুব্রত যে দুটো কথা শোনাবেন তার আর উপায় নেই। তবে এবার জলপাইগুড়ির ময়নাগুড়ির মাটিতে দাঁড়িয়ে সেই অনুব্রতর কথা মদন মিত্রর মুখে।

ময়নাগুড়ির দোমোহনিতে সভা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, 'এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড়-বাতাসা, মিষ্টি, জল দেবেন। সঙ্গে রুটিও দেবেন। কিন্তু তাদেরকে বলে দেবেন ভোট আমরা তৃণমূলকেই দেব'। তবে কেন্দ্রীয় বাহিনীকে জল গুড় বাতাসা খাওয়ানো বলতে মদন মিত্র ঠিক কী ইঙ্গিত দিয়েছেন সে ব্যাপারে কোনও ব্যাখ্যা তিনি দেননি।