/anm-bengali/media/media_files/2025/05/23/JuG5ytyqxvEGSVeMrGGd.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, এগরা: নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত দুবছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে, প্রতিবাদ করতে গেলেই স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, স্কুলে ঠিকমত দিদিমণি আসছেন না। স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে। পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের।
/anm-bengali/media/media_files/2025/05/23/jlD5z6K6oXMiKDJk9JlD.jpeg)
তবে এ প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, “অঙ্গনওয়াড়ী স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনও লিখিতভাবে আসেনি। পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ দিলে আমি সেই বিষয়টা নিজে পর্যবেক্ষণ করতাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতাম”।
আপাতত সমস্যার সমাধান কবে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us