ঘাটতি পূরণে ভরসা নিম্নচাপ!

বর্ষায় শহর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পর্যাপ্ত বৃষ্টি না হলেও নিম্নচাপের সৌজন্যে সকাল থেকেই সঙ্গী বৃষ্টি। এখন প্রশ্ন হল, এই বৃষ্টিতে কি পূরণ হবে বর্ষার ঘাটতি? অতিরিক্ত বৃষ্টিতে আকাশছোঁয়া সবজির দাম। বাংলাতেও প্রভাব পড়েছে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শুরু থেকেই বর্ষার খামখেয়ালিপনায় ভুগতে হয়েছে বাংলাকে। উত্তরবঙ্গে সঠিক সময়ে বর্ষার আগমন ঘটলেও বঞ্চিত হয়েছে দক্ষিণ বঙ্গ। একেই দেরিতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, তার ওপর ঘাটতি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বেড়েই চলেছে ঘাটতির পরিমাণ। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার আগে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। এখন প্রশ্ন হল, নিম্ন চাপের বৃষ্টি কি পারবে ঘাটতি পূরণ করতে?

দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ঘাটতি পূরণের সম্ভাবনা কম। হাওয়া অফিস সূত্রে খবর,শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং উত্তরপূর্ব ভারতেও দেখা দেবে বৃষ্টির ঘাটতি। অথচ বন্যায় প্লাবিত দিল্লি-হরিয়ানা-পাঞ্জাব সহ উত্তর পূর্বের জেলাগুলি।