/anm-bengali/media/media_files/btT1spuLHaOfGFKRVMge.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৮ই অক্টোবর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস। আজ ৩২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও, ৩৭ ডিগ্রী সেলসিয়াসের মত গরম অনুভূত হতে পারে সারাদিন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আর তার জেরে ফের রাজ্যে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আরও এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে পারে। পাশাপাশি, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আজ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ৩ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮২ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০০১১.৮ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১১.২৭ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে স্বাভাবিক।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ১৭ই অক্টোবর বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। বুধবারবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা। গতকাল বৃষ্টি হয়েছে সামান্য মাত্র ০.৬ মিলিমিটার।
কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us