/anm-bengali/media/media_files/2025/06/17/HHOYBORTChQoWDcGiF5U.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার সাত সকালেই খালের ধার থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় এলাকায়। ঘটনায় ওই গৃহবধূর এক দূর সম্পর্কের আত্মীয় তথা 'প্রেমিক'-কে আটক জিজ্ঞাসাবাদ করছিল সবং থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই যুবকের নামেই খুনের অভিযোগ দায়ের করেছিলেন মৃতার স্বামী। শেষমেশ টানা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে মোহন খাটুয়া নামে বছর ৩৪-র ওই যুবককে গ্রেফতার করে সবং থানার পুলিশ। এদিন দুপুর নাগাদ তাকে মেদিনীপুর জেলা আদালতে পাঠানো হয় পুলিশের তরফে। ধৃতকে ৫ দিনের জন্য হেফাজতে (পুলিশ হেফাজতে) চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।
পুলিশ সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বামীর সঙ্গে ফের সংসার বাঁধার চেষ্টা করেছিলেন কৃষ্ণা দাস (৩২) নামক ওই গৃহবধূ। তার মূল্যই চোকাতে হয়েছে কৃষ্ণাকে। যদিও, অভিযুক্ত মোহন এখনও খুন করার কথা স্বীকার করেনি বলে পুলিশ জানিয়েছে। তবে, পুলিশ একপ্রকার নিশ্চিত যে রবিবার সন্ধ্যায় দেখা করার নাম করে কৃষ্ণাকে ডেকে এনেছিল মোহন। তারপরই তাকে নির্মমভাবে খুন বা হত্যা করা হয়। মৃতার মুখমন্ডলে আঘাতের দাগ এবং গলায় দড়ির ফাঁসের চিহ্ন দেখা গেছে বলেও পুলিশের একটি সূত্রে জানা গেছে। আজ, মঙ্গলবার কৃষ্ণার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে খুনের তত্ত্বে 'শিলমোহর' পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, মোহনের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us