/anm-bengali/media/media_files/GI8iLsPjqfEbmi0gwwcd.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ প্রেমের সম্পর্কের মধ্যে বাগবিতন্ডা। যার ফলে এলোপাথাড়ি ছুরির কোপে প্রাণ গেল প্রেমিকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ভরদুপুরে এমনই হত্যাকাণ্ডের ঘটনায় ঘুম ছুটেছে স্থানীয় পুলিশের। ইতিমধ্যে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার দেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/16d59e6c5baa09a9a7edb1d4bad95036dc411ec9ac3452bbdfb3c6b86d5b0b85.jpg)
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে যে, '' অভিযুক্ত প্রেমিক এবং মৃতা প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ত্রিকোণ প্রেমের সন্দেহের বশে প্রেমিকাকে ফোন করে ডেকে এনে এলোপাথাড়ি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেয় প্রেমিক মিঠু। ''
অভিযুক্তের পরিবার দাবি করেছে যে, '' মৃতা তরুণীর সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল অভিযুক্ত মিঠু। কিন্তু কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ওই তরুণী। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি হয়। সেই কারণেই মানসিক অবসাদের মধ্যে ছিল মিঠু। যার ফলে রাগের মাথায় খুন করে ফেলেছে সে। '' তবে স্থানীয় পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/post_attachments/3a4db40a10aa2047385aa8ab21c589c759c498b6750e7a1551d358542180adcf.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us