New Update
/anm-bengali/media/media_files/2025/09/17/whatsapp-image-2025-09-17-2025-09-17-17-27-16.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মালদা: গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি কনটেনার লরি আটক করল বনদফতরের আধিকারিকরা।
সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দফতরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বনদফতরের হাতে লরি ও কাঠগুলি হস্তান্তর করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে লরিটি জাতীয় সড়ক দিয়ে আসছিল। বনদফতর গাড়ির চালককে আটক করেছে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/17/screenshot-2025-09-17-172613-2025-09-17-17-26-42.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us