New Update
/anm-bengali/media/media_files/2025/06/17/SNYuduEieAOCqUkjNPj3.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দোকানদার। ডেবরায় ১৬ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে দোকান ভেঙে ঢুকে পড়ল মাল বোঝাই একটি লরি।
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোড় এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে মাল বোঝাই লরি দোকান দুমড়ে মুচড়ে দিয়েছে। সকালে দোকানের ভেতরে যারাই থাকত তাদের প্রাণহানির আশঙ্কা ছিল। কারণ যখন দুর্ঘটনা ঘটেছে তখন দোকানে মানুষের ভিড় জমার কথাই নয়, তাই কারুর সাহায্য পেত না ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এনএইচের দল পৌঁছে লরিটিকে উদ্ধার করার কাজে নামে।
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us