/anm-bengali/media/media_files/wsKZKCWHFR3N9ZFxjKe9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট মিটতেই ফের রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিরোধী দলনেতা লেখেন, ‘গ্রামেগঞ্জে 'কচুরিপানাশিল্প' হোকবানাহোক, ভোটেরসময় "কারচুপিশিল্প" কেঅন্যমাত্রায়নিয়েগেছেশাসকদল।'
শুভেন্দু আরও লেখেন, 'মানুষবোম-বন্দুকধমক-চমকউপেক্ষাকরেভোটেলড়লেন, ভোটেরদিনেরসন্ত্রাসেরকিছুটাপ্রতিরোধওকরলেন।কিন্তুগণনাকেন্দ্রেযেলুটতরাজসংগঠিতহলোপ্রশাসনেরদ্বারা, সেখানেতোজনগনেরপ্রবেশনিষেধ।কতিপয়বিরোধীপ্রার্থীওকাউন্টিংএজেন্টবনামদলদাসপুলিশপ্রশাসনওশাসকদলেরস্থানীয়মাতব্বরগণ, যাদেরঅবাধপ্রবেশেরজন্যঢালাওপ্রবেশপত্র/আইকার্ডবিলিকরাহয়েছিল।গণনাকেন্দ্রেপুরোসিস্টেমকাজকরছিলোএইউদ্দেশ্যেযেকিভাবেবিরোধীদেরকোণঠাসাকরাযায়ওচাপেফেলাযায়:- সকালেগণনাইচ্ছেকরে ২-৩ ঘণ্টাদেরিতেশুরুকরাহয়, এবংঘনঘনবিনাকারণেগণনাবিলম্বিতকরাহয়যাতে, যখনপঞ্চায়েতসমিতিওজেলাপরিষদআসনেরগণনাশুরুহবে, তখনযেনমধ্যরাতপেরিয়েযায়। গ্রামপঞ্চায়েতেরফলাফলহয়েযাওয়ারপরসেইসবএলাকারপ্রার্থীরাতাদেরকাউন্টিংএজেন্টদেরনিয়েবেরিয়েযেতেবাধ্যহন।তাইযখনপঞ্চায়েতসমিতিওজেলাপরিষদেরআসনেরগণনামধ্যরাতেচলছে, তখনহাতেগোনাকয়েকজনবিরোধীপ্রার্থীউপস্থিতরয়েছেন।'
বিরোধী দলনেতার অভিযোগ, 'গণনাকেন্দ্রেরবাইরেওভেতরেচলছেব্যাপকসন্ত্রাস।বিরোধীপ্রার্থীদেরহুমকিদেওয়াহয়, হয়ভুলভালফলাফলমেনেনিননয়তোবাড়িফিরবেনকিকরে।একটাবিষয়লক্ষণীয়যেখানেগ্রামপঞ্চায়েতেরফলবিরোধীদেরপক্ষেগেছে, সেখানেইনাকিশাসকদলঅপরদুইস্তরেব্যাপকভোটপেয়েছে ! হাস্যকর।অনেকেইপঞ্চায়েতনির্বাচন, তারখুঁটিনাটিসম্বন্ধেঅবগতনন।বিশেষকরেগণনাকেন্দ্রেরভেতরেরপরিবেশসম্বন্ধেতোএকেবারেইনন।এইবারবিরোধীদেরদাবিছিল, পঞ্চায়েতেরতিনটিস্তরেরগণনাএকসঙ্গেসমান্তরালভাবেসম্পন্নকরানোর, অর্থাৎগ্রামপঞ্চায়েত, পঞ্চায়েতসমিতিওজেলাপরিষদআসনেরগণনাএকইসাথেকরতেহবে, কিন্তুএইদলদাসপ্রশাসনরাজিহয়নি।কারণস্পষ্ট, গণনারনামেপঞ্চায়েতসমিতিওজেলাপরিষদআসনেপুকুরচুরিকরা।এই ১১ তারিখযদিগ্রামপঞ্চায়েত, পঞ্চায়েতসমিতিওজেলাপরিষদআসনেরগণনাএকইসঙ্গেহতো, তৃণমূলঅন্তত ৫ টিজেলাপরিষদহারাতোএবংপ্রচুরপঞ্চায়েতসমিতিতেবিরোধীরাবোর্ডগঠনকরতো।‘
গ্রামে গঞ্জে 'কচুরিপানা শিল্প' হোক বা না হোক, ভোটের সময় "কারচুপি শিল্প" কে অন্য মাত্রায় নিয়ে গেছে শাসক দল।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 13, 2023
মানুষ বোম-বন্দুক ধমক-চমক উপেক্ষা করে ভোটে লড়লেন, ভোটের দিনের সন্ত্রাসের কিছুটা প্রতিরোধও করলেন। কিন্তু গণনা কেন্দ্রে যে লুটতরাজ সংগঠিত হলো প্রশাসনের দ্বারা, সেখানে তো… pic.twitter.com/gVSHxKh527
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us