নাটক করেও জিততে পারেনি মমতা! ২০২১-এর স্মৃতি উস্কে দিলেন শুভেন্দু

পঞ্চায়েত ভোটের প্রাক্কালেও সেই ২০২১ সালের যেন পুনরাবৃত্তি ঘটেছে। আবারও হুইল চেয়ারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই এবার নন্দীগ্রামে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
SWETA MITRA
New Update
mamata suve nan.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) প্রচারে গিয়ে ফের শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল বিধানসভা ভোটের ফলাফল। নন্দীগ্রামেআজবুধবারপঞ্চায়েতভোটেরপ্রচারেগিয়েতৃণমূলনেত্রীমমতাবন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নজিরবিহীনভাবেনিশানাকরলেনবিরোধীদলনেতাশুভেন্দুঅধিকারী।

এদিননন্দীগ্রামেরবিজেপিবিধায়কবলেন, 'সকলের কাছে আবেদন, বিজেপিকেজেতানপঞ্চায়েত ভোটে। ২০২১ সালেপায়েপ্লাস্টারলাগিয়ে, নাটককরেওনন্দীগ্রামজিততেপারেনি মমতা বন্দ্যোপাধ্যায়।নন্দীগ্রাম (Nandigram)মুখ্যমন্ত্রীকে পরাস্তকরেছে।'

এদিকেপঞ্চায়েতভোটেরপ্রাক্কালেওসেই২০২১সালেরযেনপুনরাবৃত্তিঘটেছে।আবারওহুইলচেয়ারেরয়েছেনতৃণমূলসুপ্রিমোমমতাবন্দ্যোপাধ্যায়।শোনাযাচ্ছে, এসএসকেএমহাসপাতালেমুখ্যমন্ত্রীরঅস্ত্রপচারহবে।স্বাভাবিকভাবেইপ্রশ্নউঠছে, মুখ্যমন্ত্রীরসঙ্গেঘটেযাওয়াএহেনঘটনারকতটাপ্রভাবপড়বেপঞ্চায়েতভোটেরওপর। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাম পায়ে আঘাত পেয়েছেন। গত ২৭ জুন খারাপ আবহাওয়ার কারণে শিলিগুড়ির কাছে সেভোক বিমানঘাঁটিতে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় তিনি গুরুতরভাবে আহত হন। রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়, মুখ্যমন্ত্রী প্রতিদিন দুই ঘণ্টা ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মমতার আঘাতের সময় নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তিনি জানতে চেয়েছেন কেন সবসময় বাম পায়ে আঘাত লাগে। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করে নির্বাচনী প্রচারে যাবেন এবং গ্রামীণ ভোটারদের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করতে পারেন। এদিকে সিপিআই (এম) রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমও একই প্রশ্ন তোলেন এবং এমনকি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ওঠার ইচ্ছা বর্জন করা উচিৎ এবং সড়ক পথে আরও বেশি ভ্রমণ করা উচিত।

এদিকে আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আর এই পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ প্রচার করতে পারবেন কিনা তা বলা মুশকিল। তিনি বর্তমানে হুইলচেয়ারেই রয়েছেন। আর এই দৃশ্য সকলকে ২০২১ সালে যেন ফিরিয়ে নিয়ে যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে বিধানসভা ভোটের প্রচারের সময় বাম পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইসময়ে তাঁকে তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও হুইলচেয়ারে বন্দী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জনসাধারণের সহানুভূতি আদায় করেছিলেন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) ২০২১ সালে আবারও দুর্দান্ত প্রত্যাবর্তন করে।