পাটনায় ইয়েচুরি মমতার সঙ্গে ফিস ফ্রাই খেয়েছেনঃ শুভেন্দু অধিকারী

একেবারে দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একদফাতেই ভোট হবে। ইতিমধ্যেই এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রতিদিনই অশান্তির খবর সামনে আসছে।

author-image
SWETA MITRA
New Update
suvendu khejuri.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হতে আর মাত্র ৭ দিন বাকি। এদিকে আসন্ন এই ভোটকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে। এদিকে আজ শনিবার বিজেপি (BJP)-রমনোনীতপ্রার্থীদেরসমর্থনেখেজুরীনংব্লকেরহেঁড়িয়ায়নির্বাচনীপদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি রাজ্যের শাসক দল ও কংগ্রেস, সিপিএমকে নিশানা করে বলেন,'পাটনায়সীতারামইয়েচুরিপশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়েরসঙ্গেফিসফ্রাইখেয়েছেন।সিপিএমেরফাঁদেপাদেবেননা।তৃণমূলমানেইচোর।কংগ্রেসকেবলবোবিজেপিকেসমর্থনকরুন।'