'তৃণমূল নিশ্চিহ্ন', শিলমোহর বিধায়কের?

তৃণমূলের উদ্দেশ্যে ফের একবার চাঁচাছোলা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

author-image
SWETA MITRA
New Update
suvendu tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র মন্তব্যকে ঘিরে সরগরম বাংলা। আবারও একবার তৃণমূল সরকারকে তুলোধনা করলেন নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি বিধায়ক। আজ রবিবার পূর্ব মেদিনীপুরে তিনি বলেন,  "তৃণমূলচোর, দুর্নীতিবাজ, চরমপন্থীএবংতুষ্টিরদল।নন্দীগ্রামেরমানুষতাদেরজবাবদেবে।পঞ্চায়েতনির্বাচনেবিজেপিএখানে১১টিগ্রামপঞ্চায়েতআসনজিতেছে। তৃণমূলনিশ্চিহ্নহয়েগেছে।“