দীর্ঘদিন ধরে নিকাশী নালার সমস্যা ! প্রোমোটার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ।

author-image
Adrita
New Update
গফ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুরে কালিগঞ্জ খ্রিস্টান পল্লীতে দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। বারংবার স্থানীয় জেমুয়া পঞ্চায়েতকে জানিয়েও কাজ না হওয়ায় আজ সকালে আন্দোলন শুরু করে স্থানীয়রা ড্রেনে মাটি ফেলে বিক্ষোভ দেখায়। সেই আন্দোলনে হামলা চালায় সাক্ষী গোপাল মাইতি নামে এক তৃণমূল কর্মী বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযুক্ত যুবক এলাকার প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এলাকার বয়স্ক মানুষদের ধাক্কাধাক্কি, মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

এলাকাবাসীদের আশঙ্কা,তাদের ওপরে ফের হামলা হতে পারে। দুর্গাপুরের জেমুয়ার ক্রিশ্চানপল্লী এলাকার বড় নিকাশী নালা মিশছে ছোট নিকাশী নালায়। সেই ছোট নিকাশি নালার শেষ প্রান্তে কয়েকদিন আগে মাটি ফেলে বুজিয়ে দেওয়া হয়। সেই নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় মশা মাছির উপদ্রবের পাশাপাশি নোংরা জল উপচে পড়ছিল এলাকায়। প্রোমোটারদের বিরুদ্ধে নিকাশি নালা বুজিয়ে অবৈধ নির্মাণ করার অভিযোগ তুলে ওই বড় নিকাশি নালার ওপর মাটি ফেলে প্রতিবাদে নামেন স্থানীয়রা। শনিবার সকাল থেকে ওই নিকাশি নালার পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।  তখনই সাক্ষী গোপাল মাইতি সহ আরো বেশ কয়েকজন বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি এক পৌঢ়কে ধাক্কাও মারে বলে অভিযোগ। এদের পিছনে তৃণমূলের মদত রয়েছে বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।

যদিও স্থানীয় নেতা তথা দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি স্বাধীন ঘোষ দাবি করেন," স্থানীয়দের সমস্যা হচ্ছে সেটা ঠিকই কিন্তু তৃণমূলের কেউ স্থানীয়দের উপর চড়াও হয়নি। যারা স্থানীয়দের ওপর চড়াও হয়েছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। '' এই ঘটনার সমালোচনা করে জেলা বিজেপির ও সিপিএমের জেলা নেতৃত্ব।

cityaddnew

স

স

Add 1