/anm-bengali/media/media_files/drc2.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দেশে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই আবহে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার ডিসিআরসি কেন্দ্র হয়েছে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে। শনিবার সকাল থেকেই শুরু হবে ভোট পর্ব। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় থেকে বিভিন্ন বুথে যাওয়ার জন্য ডিসিআরসিতে ভোট কর্মীদের লাইন দেখতে পাওয়া গেল।
/anm-bengali/media/media_files/drc3.jpg)
ভোট কর্মী প্রদীপ কুমার মাইতি বলেন, "ভয় তেমন লাগছে না, শুনেছি আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকবে। তাই পুলিশ প্রশাসন যদি সঙ্গে থাকে ভয় লাগার কোনও বিষয় নেই। চেষ্টা করছি আনন্দের সঙ্গে কেশপুরে ভোটের কাজ করার।"
/anm-bengali/media/media_files/drc4.jpg)
আরেক ভোটকর্মী কাজল চক্রবর্তী জানান, "শুনেছি প্রত্যেক বুথে ৬ থেকে ৭ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা সঙ্গে থাকে তাহলে কোনও অসুবিধা হবে না। আমরা কাজ করতে এসেছি, তাই যেভাবে হোক কাজ করে বাড়ি ফিরতে হবে।"
/anm-bengali/media/post_attachments/afe06f18105f806e2994be4f50a1db535e6a9e1e336fe2b68dd2f691ff319fe6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us