/anm-bengali/media/media_files/2025/10/13/whatsapp-image-2025-10-13-at-2025-10-13-21-35-04.jpeg)
MEDINIPUR
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যু কাণ্ডে জেলা স্বাস্থ্য ভবনের তিন সদস্যের প্রতিনিধিদল প্রায় ৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন, রবিবার রাতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসক, জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্সদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। সেইসঙ্গেই খতিয়ে দেখা হয় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও রোস্টারও। বিকেল ৫টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছন রাজ্যের স্বাস্থ্য দপ্তর দ্বারা গঠিত তদন্ত কমিটির ৩ প্রতিনিধি যথাক্রমে- ডঃ ভবানী দাস (ADHS), প্রফেসর রামপ্রসাদ দে (কলকাতা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক) ও গীতা ভৌমিক (DADHS)। তাঁদের সঙ্গেই ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক তথা এই তদন্ত কমিটির অপর সদস্য ডঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গীও। এছাড়াও, এদিনের এই তদন্ত বা জিজ্ঞাসাবাদ পর্বে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ মৌসুমী নন্দী, সুপার ডঃ ইন্দ্রনীল সেন-সহ, হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসক ও আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
রাত্রি ৮টা নাগাদ তদন্ত শেষ করে বেরোনোর সময় তদন্তকারীরা বলেন, "তদন্ত শুরু করা হয়েছে। মৃত প্রসূতির ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। সমস্ত রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।" গাফিলতির প্রশ্নে তাঁরা বলেন, "এখনই সবটা বলা সম্ভব নয়।" মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী বলেন, "তদন্ত শুরু হয়েছে। ওঁরা যা কিছু চেয়েছেন আমরা সবটাই দিয়েছি।" জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক বলেন, "রবিবার রাতে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us