/anm-bengali/media/media_files/25YEibJ5xMTDd4weRLtv.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, "এখন এই আইন-শৃঙ্খলার পরিস্থিতি কে সামলাচ্ছে? মুখ্যমন্ত্রী কোথায়? তিনি তো পুলিশ মন্ত্রীও, তাহলে কেন কিছু করা হচ্ছে না?"
/anm-bengali/media/media_files/H24CK0r3CaIcwPXpEk1E.jpg)
লকেট চট্টোপাধ্যায় বলেন, "মুর্শিদাবাদ ও ভাঙড়ে যে সহিংসতা হচ্ছে, সেখানে পুলিশ কিছু করতে পারছে না। ভাঙড়ে পুলিশের সামনে পুলিশ গাড়ি পোড়ানো হচ্ছে, মোটরবাইক, বাড়ি, অটো সব কিছু পুড়ে যাচ্ছে। পুলিশ কিছুই করতে পারছে না কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিছু না করার। এটা সবই ভোটব্যাংক রাজনীতি।"
তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সালে যে মাইগ্রেশন দেখেছিলাম, এখন আবার সেটা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখ-কষ্টের মধ্যে আছে, মুখ্যমন্ত্রী তাদের দিকে কোনও সহানুভূতি দেখাচ্ছেন না, শুধু ভোটের জন্য রাজনীতি করছেন। তিনি পদত্যাগ করুন।" লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বৃদ্ধি পেয়েছে।
#WATCH | Kolkata, West Bengal: BJP leader Locket Chatterjee says, "Who is in control of this law and order situation? Where is the CM? Where is the guardian of West Bengal? She is also the police minister and in charge of law and order, so what is she doing? There is violence one… pic.twitter.com/xxJ93WuaYW
— ANI (@ANI) April 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us