New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে একের পর এক চমক দিচ্ছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ মানেই নতুন চমক। এবার বিজেপির তরফে লোকসভা নির্বাচনের জন্য ১২ তম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/TTJTp5RQivB9NAvgfqCE.png)
উত্তরপ্রদেশের ২ আসন ও বাংলার ডায়মন্ড হারবারের প্রার্থীদের নাম রয়েছে এই তালিকায়। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে ঠাকুর বিশ্বদীপ সিং এবং দেওরিয়া থেকে শ্রী শশাঙ্ক মণি ত্রিপাঠীকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। বাংলার ডায়মন্ড হারবার থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শ্রী অভিজিৎ দাস (ববি)।
BJP releases its 12th list of candidates for the Lok Sabha elections.
— ANI (@ANI) April 16, 2024
#LokSabaElection2024pic.twitter.com/DihIkG6caV
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us