New Update
/anm-bengali/media/media_files/REAp2CcUV9PdkS9tXp8L.jpg)
দিগ্বিজয় মাহালী: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছ। বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন গতকালই হয়ে গিয়েছে। আর এবার এই নির্বাচন নিয়ে বাংলার মানুষকে পটের ছবি এঁকে গান গেয়ে শান্তির বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা।
/anm-bengali/media/post_attachments/d52ae9a0-f10.png)
নির্বাচনে সবার সমান অধিকার রয়েছে। ধনী, গরীব, জাত-পাত সমস্ত কিছু নির্বিশেষে নির্বাচনে সবার সমান অধিকার।
/anm-bengali/media/post_attachments/d33ee84b-af7.png)
তাই তাদের বার্তা, এই নির্বাচনে মারামারি, দাঙ্গা, রক্তঝরা বাদ দিয়ে নির্বাচন হোক শান্তিপূর্ণ ও অবাধ। এই নিয়েই পটের ছবি এঁকে গান গাইলেন পিংলার পটশিল্পীরা। তারা চাইছে এই বাংলা সম্প্রিতীর বাংলা থাকুক। তাই এই লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হোক। পটশিল্পীরা বলেছেন, "আমরা পটের মাধ্যমে ছবি এঁকে গান গেয়ে বাংলার মানুষকে সেটাই বোঝাতে চাইছি"।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us