সুরক্ষা কোথায়? প্রশ্ন লকেটের

কার্যকারণী বৈঠকে যোগ দিয়ে লকেট চ্যাটার্জি জানান, ''পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করার উদ্দেশ্যেই এই ধরনের বৈঠক ।'' বৈঠকটি হল দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্ট্যান্ডের সামনের একটা হলে ।

author-image
Pallabi Sanyal
New Update
loket

লকেট চট্টোপাধ্যায়

 হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতাপপুর অঞ্চলে বিজেপির  কার্যকারণী বৈঠকে আগামী পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের চাঙ্গা করতে উপস্থিত হলেন হুগলির বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি । কার্যকারণী বৈঠকে যোগ দিয়ে লকেট চ্যাটার্জি জানান, ''পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করার উদ্দেশ্যেই এই ধরনের বৈঠক ।''  বৈঠকটি হল দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্ট্যান্ডের সামনের একটা হলে । এই দিনের এই বৈঠকে এসে কালিয়াগঞ্জে কিশোরী ছাত্রী খুনের ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসন ও শাসক দলকে কটাক্ষ করলেন লকেট। তিনি বলেন, ''যখন পুলিশ কোনও দলের হয়ে কাজ করে, দলদাসে পরিণত হয়, তখন শাসন বলে কিছু থাকে না। বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে ।'' তিনি এও বলেন, ''যেভাবে সংবাদ মাধ্যমের পর্দায় দেখা গেছে, মৃত কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, পুলিশের অমানবিকতার মুখ দেখেছে রাজ্য । আর সেই কারণেই ক্ষিপ্ত এলাকার মানুষ আক্রমণ হেনেছে পুলিশের উপর ।'' যদিও পুলিশের ওপর এভাবে আক্রমণ কোনভাবেই উচিত নয় বলে জানান । তবে প্রশ্ন করেন, এই ধরনের অবস্থার জন্য দায়ী কে ? হুগলির সাংসদ এও বলেন, ''২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, মানুষ মনে করেছিল রাজ্যে মহিলাদের সুরক্ষার  বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে ভাববে সরকার। আর তাইতো বহুল পরিমাণে মহিলার ভোটে বিপুল জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তো আজ মানুষের সেই ভুল ভেঙেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। আর তাইতো এই ধরনের পৈশাচিক ঘটনা ঘটছে রাজ্যে।''