আসছেন মোদী, আমন্ত্রণপত্র বিলি করলেন লকেট

কিসের জন্য আমন্ত্রণপত্র বিলি করা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-16 at 8.20.57 PM

হরি ঘোষ, দুর্গাপুর: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আমন্ত্রণ করতে বাড়িতে কার্ড বিলি করলেন বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। গোপালমাঠ জুড়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে সঙ্গে নিয়ে চলে এই কর্মসূচি। লকেট চট্টোপাধ্যায় বলেন, "২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন এটাই মানুষের কাছে বড় চমক। আমরা সেই জন্য গোপালমাঠের মানুষকে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আহ্বান জানালাম। বহু মানুষের সমাগম হবে। বিজেপির প্রতি উৎসাহ বাড়বে"।

1648156144_locket-chatterjee.jpg