New Update
/anm-bengali/media/media_files/qAVM5LQGC1fmCMeqZu8P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিজেদের নাম দিয়ে দেবে বলে বাড়ি বাড়ি প্রচার করছে তৃণমূল। ১২ বছর ধরে বাড়ি দিতে পারেনি, এখন মানুষকে লোভ দেখানো হচ্ছে আমরা জিতলে বাড়ি দেব।”
/anm-bengali/media/media_files/n3Ri61pHeYkJZV4uaunt.jpg)
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিজেদের নাম দিয়ে দেবে বলে বাড়ি বাড়ি প্রচার করছে তৃণমূল। ১২বছর ধরে বাড়ি দিতে পারেনি, এখন মানুষকে লোভ দেখানো হচ্ছে আমরা জিতলে বাড়ি দেব। #TMCmaneiChorpic.twitter.com/3VGGsr6Nkb
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) April 22, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us