New Update
/anm-bengali/media/media_files/n3Ri61pHeYkJZV4uaunt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে বুথে বুথে ঘুরছেন আর বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কখনও শুনছেন ‘গো-ব্যাক’ তো কখনও শুনছেন ‘চোর’। তবে তিনি দমে যাওয়ার পাত্রী নন। দায়িত্ব নিয়েই ঘুরছেন বুথগুলি।
এরই মধ্যে এবার জুতো দেখলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালির পর এবার চন্দননগরে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী। তৃণমূলের মহিলারা পায়ের জুতো খুলে দেখাতে থাকেন তাঁকে। সবার অভিযোগ একটাই, “গত ৫ বছরে একদিনও আসেননি। আজ এসেছেন কেন? জুতো তো তোলা হবেই”। ১৭৮ নম্বর বুথে এখন ধুন্ধুমার পরিস্থিতি।
/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
/anm-bengali/media/media_files/slL2E3jBofbZFlSAVtU3.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us