Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/WDQDO8uinjRGBicbGT8q.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার চন্দননগরে হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধীতা করে পড়ল পোস্টার। নিজেদের বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি বলে দাবি করা হয়েছে পোস্টারে।
/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
অভিযোগ তোলা হয়েছে, গত ৫ বছর এলাকাতেই আসেননি হুগলীর বিজেপি সাংসদ। এবার ভোটের প্রচারে এসে মানুষের ক্ষোভের মুখে পড়েন লকেট। কিন্তু সেখানে পালটা মণ্ডল সভাপতিদেরই ভোটের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/HaDGH6ZdJVaYb69Y92aJ.webp)
তাই লকেটের হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী, এমনই পোস্টার পড়েছে চন্দননগরের বিভিন্ন জায়গায়। পোস্টারে লেখা ‘লকেটের হাত থেকে বাঁচান’। তারা এই পোস্টারের মাধ্যমে মোদিজির কাছে আবেদন জানাচ্ছেন বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us