নিজস্ব সংবাদদাতাঃপ্রচারে বেরিয়ে একাধারে তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিঁধলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দেবাংশুকে একদিকে যেমন বললেন, 'বেড়ে পাকা'।
/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ প্রচারে বের হন লকেট। বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন বিরোধীদের। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বাস্থ্য সাথীর উপভোক্তা, এনিয়ে দেবাংশু ভট্টাচার্যের টুইট প্রসঙ্গে এদিন লকেট বলেন, "বাচ্চা ছেলে দেবাংশু, গলা টিপলে দুধ বেরবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
'দেবাংশু বেড়ে পাকা, গলা টিপলে...', আক্রমণ লকেটের
দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
file pic
নিজস্ব সংবাদদাতাঃপ্রচারে বেরিয়ে একাধারে তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিঁধলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দেবাংশুকে একদিকে যেমন বললেন, 'বেড়ে পাকা'।
জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ প্রচারে বের হন লকেট। বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন বিরোধীদের। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বাস্থ্য সাথীর উপভোক্তা, এনিয়ে দেবাংশু ভট্টাচার্যের টুইট প্রসঙ্গে এদিন লকেট বলেন, "বাচ্চা ছেলে দেবাংশু, গলা টিপলে দুধ বেরবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না।"