বিধায়কের উদ্যোগে ব্রীজ পেতে চলেছে এলাকাবাসী

বিধায়কের উদ্যোগে ব্রীজ পেতে চলেছে এলাকাবাসী।

author-image
Aniket
New Update
x



নিজস্ব প্রতিনিধি: শালবনী বিধানসভার গড়বেতা ২ নং  ব্লকের মাকলী অঞ্চলের মাকলী থেকে কোনারপুর সংযোগকারী বৈতল খালের উপর ব্রীজটি প্রবল জলের স্রোতে ভেঙ্গে গিয়েছে।

যার ফলে এলাকার ছাত্রছাত্রী, সাধারণ মানুষজন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করছিলেন। সেই সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকারের পক্ষ নতুন ব্রীজ অনুমোদন করা হয়েছে শালবনীর বিধায়কের উদ্যোগে।

অঞ্চল নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে পরিদর্শন সেই ভগ্ন ব্রীজ পরিদর্শন করলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্যরা।

শ্রীকান্ত মাহাতো বলেন, "এলাকার অনেকেই এই ব্রীজ সংস্কার করার দাবী জানিয়েছেন সেই মতো আমি উদ্যোগ নিয়েছিলাম। ব্রীজটি এবার হবে। এলাকাবাসীরা খুশি"।