ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে

ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

 

 

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চন্ডীয়া এলাকায় অসুস্থ হয়ে একটি হনুমান পুকুরে পড়ে যায়। এলাকাবাসীরা দ্রুততার সঙ্গে প্রানী দপ্তরে খবর দেয়। প্রথমে প্রানী দপ্তর গুরুত্ব না দিলেও পরে এলাকাবাসীর চাপে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন।

তবে হনুমানটি এতটাই অসুস্থ যে তাকে খড়্গপুরের হিজলীতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিশিষ্ট সমাজসেবী গোপাল রাও এই বিষয়ে বলেন, "আমাদের কাছে খবর আসে হনুমানটি অসুস্থ হয়ে পুকুরে পড়ে রয়েছে। আমরা দ্রুত বন দপ্তরে খবর দি। তারপর প্রানী দপ্তরে খবর দিতে ওনারা এসে হনুমানটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করান"।