রাস্তা সারাবে কে? বিক্ষোভ এলাকাবাসীর

প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। পাঁশকুড়ায় শাসক দল ক্ষমতায় এলেও এখনোও রাস্তার বেহাল দশা, এই রাস্তা দিয়ে প্রায় ৬ থেকে ৭ টি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের পাশাপাশি ঝিল থাকায় মাছের গাড়ি এবং খড়ি চাষের ফলে খড়ির গাড়িও  যাতায়াত করে।

author-image
Pritam Santra
24 May 2023
রাস্তা সারাবে কে? বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। পাঁশকুড়ায় শাসক দল ক্ষমতায় এলেও এখনোও রাস্তার বেহাল দশা, এই রাস্তা দিয়ে প্রায় ৬ থেকে ৭ টি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের পাশাপাশি ঝিল থাকায় মাছের গাড়ি এবং খড়ি চাষের ফলে খড়ির গাড়িও  যাতায়াত করে। এই রাস্তা দিয়ে চলাচলের ফলে পথচারীদের দুর্ঘটনার কবলেও পড়তে হয়। সাড়ে তিন কিলোমিটার রাস্তা এইচডি-এর ফাংশনের পরেও এলাকার প্রধান জোরপূর্বক একই রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় আনে।

road

পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, এই মোরাম রাস্তার ইট খুলে নিয়ে মেরামতের কাজ চলছে যা সম্পূর্ণ বেআইনি। কামিনাচক, সরস্বত্মা,পূর্ব ইটারা , শুকুটিয়া, খসরবন সহ প্রায় দশটি গ্রামের মানুষের সমস্যার সম্মুখীন বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি এই রাস্তা পিচ দিয়ে করতে হবে। তবে একটা রাস্তা দুটি প্রকল্পের আওতায় আসাটা কতটা যুক্তিযুক্ত তা বিবেচনার বিষয়। এই রাস্তা পিচ দিয়ে করার দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাশাপাশি এলাকার প্রধানের ওপর ক্ষোভ ফেটে পড়ে এলাকাবাসী। এই ঘটনার পরে এখনো পঞ্চায়েত প্রধান বা কোনও জন প্রতিনিধি এলাকায় আসেননি এমনটাই অভিযোগ এলাকাবাসীর।