বেহাল রাস্তা! তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

রাস্তা নিয়ে নাজেহাল মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 3.50.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকুয়া অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে বেহাল প্রায় তিন কিলোমিটার ব্যাপী রাস্তা। সাঁকুয়া অঞ্চল অফিসের পেছনে কালী মন্দির থেকে চককেশী হরিজন পাড়া পর্যন্ত বিস্তার এই রাস্তার। মানুষের যাতায়াতে নাকি প্রচুর অসুবিধা হচ্ছে। আইসিডিএস স্কুল রয়েছে কিন্তু শিক্ষকরা ওই পথ দিয়ে আসতে চায় না। এছাড়াও কোনও মানুষ অসুস্থ হয়ে গেলে অসুস্থ রোগীকে নিয়ে আসার ক্ষেত্রেও হয় সমস্যা, অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা ঠিক করার দাবি নিয়ে চককেশী এলাকা থেকে মিছিল করে এসে অঞ্চল ঘেরাও করে মানুষ। তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে অঞ্চল অফিসের তালা খুলে পথ অবরোধ তুলে দেয়।

Screenshot 2025-06-24 153936

diguadnew