/anm-bengali/media/media_files/eiX9GKWhwo2qkPkCNQsg.jpg)
দিগ্বিজয় মাহালী, খড়গপুর : এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ সহ নানা দাবিতে এবার খড়গপুর শহরের বিজেপি বিধায়ক তথা খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এবং শহরের বিধায়ককে নির্বাচনের পর খুঁজেই পাওয়া যায় না। নানা সমস্যা নিয়ে ফোন করা হলেও ফোন ধরেন না। ফলে এবার খড়গপুর পুরসভাকে জানিয়ে কার্যত রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। যতদিন না পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা ঠিক হচ্ছে ততোদিন রাস্তা অবরোধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন অবরোধকারীরা।