/anm-bengali/media/media_files/AWDrCaqwwXIvH74Kdj7u.jpg)
বাসের অপেক্ষায় সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার বিজেপির (BJP) ডাকা উত্তরবঙ্গ বনধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী, র্যাফ মোতায়েন করা হয়েছে। তবে বিজেপির ডাকা বনধের (Bandh) জেরে কার্যত মাশুল গুনতে হল সাধারণ মানুষকে। পথে নামেনি বহু বাস। যার জেরে সমস্যায় পরেছেন আম জনতা। এ বিষয়ে শিলিগুড়ির বাসিন্দারা জানিয়েছেন, 'সাধারণ মানুষের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের কারণে আজ বেসরকারি বাস চলাচল ব্যাহত হচ্ছে। অনেকেই বাস স্ট্যান্ডে আটকে পড়েছেন। বাস থাকলেও সেগুলির চাকা আদৌ গড়াবে কিনা জানা যাচ্ছে না।'
West Bengal | Locals in Siliguri say the operation of private buses is disrupted today due to the 12-hour bandh called by BJP in North Bengal to protest against alleged police brutality on common people in the state pic.twitter.com/dhOgbQNIGx
— ANI (@ANI) April 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us