নিজেদের মধ্যে লড়াই, যাকে পারছে তাকেই কামড়ে দিচ্ছে হনুমান

হলদিয়ায় হনুমান আতঙ্কে ভুগছে এলাকাবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (20)

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী। আজ সকালে হনুমান একের পর এক কামড় দিল ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ সবাইকে। আজ সকালে এমনই ঘটনা ঘটল হলদিয়ার ভবানীপুর থানা এলাকার ডিঘাসীপুরে। ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় ১০ থেকে ১২ জন। জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে। জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা।

বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে বেশ কয়েকটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। জানতে পারা যায়, ৪টি হনুমানের দল হঠাৎ এসে কামড় দেয় একের পর এক ব্যক্তিকে। তাদের মধ্যে একটি হনুমান পাগল বলে জানা যায়। সেই হনুমানই সকলকে কামড় দিচ্ছে বলে দাবি। হনুমানগুলো নিজেদের মধ্যে লড়াই করতে করতে এভাবে কামড় দিচ্ছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। 

Screenshot 2025-06-25 143030