মন্দিরের পথ চলা পেরিয়েছে সবে একমাস, এরই মধ্যে শুরু বিক্ষোভ

বেশ কিছু কর্মী নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
m503i5232

File Picture

নিজস্ব সংবাদদাতা, দিঘা: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিঘার জগন্নাথ মন্দিরের। জগন্নাথ ধাম নাম নিয়ে বিতর্ক, নব নির্মিত সিঁড়িতে ফাটল, প্রতিমা তৈরির নিমকাঠ নিয়ে বিতর্কের পর এবার মন্দিরে বহিরাগতদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হল জগন্নাথ মন্দিরে। 

স্থানীয়দের মন্দিরের কাজে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের গেটে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দিয়েছে দিঘা থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে সমস্যা নিয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এরপরেই এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে জানা গেছে।

সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরের সুরক্ষার কাজের দেখভালের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে স্থানীয় ছেলেরা এখানে কাজের সুযোগ পাচ্ছে না বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল এলাকাবাসীরা। এবার নতুন করে বিপুল পরিমানে বহিরাগতদের নিয়োগের খবর পেয়েই প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসীরা। 

তাঁদের দাবি, দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়রা আর্থিক ভাবে সম্পূর্ণ বঞ্চিত। অথচ বহিরাগতদের এনে মন্দিরের কাজে নিয়োগ করা হচ্ছে। এর সুরাহা না হলে আরও বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা। স্থানীয়দের দাবি, ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। যদিও এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য জানা যায়নি। 

বিক্ষোভকারীদের অভিযোগ, মন্দির তৈরির জন্য এলাকার বাসিন্দারা জায়গা দিয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষ কাজ পাবেন। অথচ এখানে দেখা যাচ্ছে বাইরে থেকে শতাধিক লোকেদের এনে কাজে নিয়োগ করা হচ্ছে। আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। এই অপমান কিছুতেই সহ্য করা হবে না বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।