লোয়াদা ব্রিজের বর্ষপূর্তি উদযাপন লোয়াদা নাগরিক কমিটির

লোয়াদা ব্রিজ সম্পূর্ণ করে চালু করেছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cover (25) (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কথা দিয়েছিলেন বাম আমলে তৈরি হওয়া ডেবরার লোয়াদা ব্রিজ সম্পূর্ণ করে চালু করবেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। ভোটে জেতার প্রায় দেড় মাসের মধ্যে তিনি এই লোয়াদা ব্রিজ সম্পূর্ণ করে চালু করেছিলেন। ২০২১ সালের সেই দিনটি ছিল ১ জুলাই। আজ ২০২৫ সালের ১ জুলাই তার বর্ষপূর্তি উদযাপন করলেন ডেবরা লোয়াদা নাগরিক কমিটি। 

আজ ড: বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবসের দিন লোয়াদা ব্রিজের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেস ধাড়া, কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, এলাকার নেতৃত্ব দিলীপ ঘোষ সহ অনান্যরা। বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করে পুরো ব্রিজ ঘুরে দেখেন বিধায়ক। 

বিধায়ক জানান, “ডেবরার কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে ডেবরার যোগাযোগের ক্ষেত্রে বর্ষাকালে খুবই সমস্যা ছিল। ২০২১-এ আমি বিধায়ক হওয়ার পরেই দ্রুততার সঙ্গে এই ব্রিজ সম্পূর্ণ করি। আজ কাঁসাই নদীতে ভরা জল, তাও মানুষজন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে। সবজির গাড়ি, বালির গাড়ি, বিভিন্ন যানবাহন, বাস সমস্ত কিছুই যাতায়াত করছে। আজ প্রায় ৫ বছর হয়ে গেল এই ব্রিজের। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে ধন্যবাদ জানাই”।